পিকচার আভি বাকি হ্যায় …
এখনকার টিভি সিরিয়ালগুলোতে খুব সূক্ষ্মভাবেই পুরুষদের আড়াল করা হয়। দেখানো হয় বাড়ির কর্তারা সব সাধুপুরুষ, ভাজা মাছটিও উলটে খেতে জানেন না। মহিলা মহলের ছিপে গাঁথা কাতলা মাছটি যেন! বিশ্বব্যাপী ছড়ানো পিতৃতান্ত্রিকতার দালালরা সচেতন সমাজে ছড়ানো মানবাধিকার আন্দোলনগুলোর কণ্ঠরোধ এভাবেই হয়ত আমাদের ঘরের মেয়ে দিয়েই করাচ্ছে।
by সরিতা আহমেদ | 03 May, 2024 | 873 | Tags : TV serial mother in law housewife patriarchy